Showing posts with label নয়ন তারা. Show all posts
Showing posts with label নয়ন তারা. Show all posts

Friday 31 July 2020

নয়নতারার গুণাগুণ

নয়ন তারা যদিও গবাদী পশুর জন্য ক্ষতিকর তবে এর কিছু ঔষুধী গুণাবলি রয়েছে।
তবে নয়নতারা কিছুটা বিষাক্তও হতে পারে।ইতালিতে একে বলা হয় "flower of death".
বর্তমানে লিঊকেমিয়ার ঔষুধ হিসেবে এর গবেষনা চলছে।
কিন্তু এর ঔষুধী গুণাবলি বেশি।নয়ন তারা উপকারিতা জানতে ক্লিক করুন এখানে








  • মৌমাছির হুল,্লাল বা কাঠ পিপড়ের কামড়ে পাতা থেতলে রস লাগালে ব্যথা দ্রুত উপশম হয়।
  • নয়ন তারার ফুল সারা রাত রেখে স কালে  সিদ্ধ করে ছেেঁকে এর পানি ৭/৮ দিন সেবন ক রলে ক্রিমি থেকে মুক্তি মেলে।
  • রক্তে চিনি মাত্রা নিয়ন্ত্রণে এর ভূমিকা রয়েছে। ফ লে এটি ডায়বেটিস রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
  • বাত ব্যথা,রক্তচাপ নিয়ন্ত্রনে,মেধা বিকাশেও এর ভূমিকা রয়েছে

Thursday 30 July 2020

নয়ন তারা(Madagascar perwinkles)

নয়ন তারা ফুলটির সাথে আমরা অনেকেই পরিচিত।এর ৫টি পাপড়ি ও গোলাপী রঙের জন্য এ ফুল বেশি পরিচিত।তবে গোলাপী ছাড়াও সাদা রঙ-এর নয়ন তারা দেখা যায়।ফুলটি মূলত মাদাগাস্কার থেকে এসেছে। তবে আবহাওয়ার মিল থাকার বাংলাদেশ,ভারতে এর দেখা মিলে।অনেকেই বাগানের বেড়া হিসেবে ব্যবহার করা হয় তবে ছাদ অথবা বারান্দার শোভা বাড়াতে এর জুড়ি মেলা ভার।

নয়ন তারার উপকারিতা জানতে ক্লিক করুন

বারান্দায় এভাবেই ঝোলাতে পারেন নয়নতারা






কিভাবে  চারা রোপণ করবেনঃ 

বীজ অথবা কাটিং পদ্ধতিতেও এর চারা বানিয়ে লাগানো যায়। কম্পোস্টযুক্ত মাটি নিতে হবে অথবা বালু বা কোকো পিটযুক্ত মাটি নিতে পারেন। টবের উচ্চতা কমপক্ষে ১০ ইঞ্চি হলে ভালো।উপরে ১ ইঞ্চি খালি রাখতে হবে,টবের নিচে ইটের টুকরো রেখে গাছটি রোপণ করতে হবে।গাছটিকে কিছুটা রোদ এবং কিছুটা ছায়া পাওয়া যায় এমন জায়গার রাখতে হবে।বারান্দা হলে উত্তর অথবা দক্ষিণমূখী হলে ভালো হয়। গাছটিতে গরমকালে বেশী ফুল পাওয়া যায় তাই এই সময়  লাগানো ভালো।

যত্নঃ 

গাছটিকে নিয়মিত পানি দিতে হবে। তবে ড্রেনেজ ব্যবস্থা যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।টবে নিচে পাথর যুক্ত প্লেট রাখা যেতে পারে যাতে মাটির আদ্রতা ধরে রাখে। বসন্তের ১৪দিন আগে লিকুইড সার ব্যবহার করতে পারেন।গাছের পাতা মাঝেমধ্যে হলুদ হয়ে যেতে পারে,এ জন্য দায়ী অতিরিক্ত পানি বা সার সেদিকে খেয়াল রাখতে হবে।মাঝেমধ্য ডাল কেটে দিতে হবে,নয়তো ডাল শক্ত হয়ে ভালো ফুল নাও ধরতে পারে।