Friday 31 July 2020

নয়নতারার গুণাগুণ

নয়ন তারা যদিও গবাদী পশুর জন্য ক্ষতিকর তবে এর কিছু ঔষুধী গুণাবলি রয়েছে।
তবে নয়নতারা কিছুটা বিষাক্তও হতে পারে।ইতালিতে একে বলা হয় "flower of death".
বর্তমানে লিঊকেমিয়ার ঔষুধ হিসেবে এর গবেষনা চলছে।
কিন্তু এর ঔষুধী গুণাবলি বেশি।নয়ন তারা উপকারিতা জানতে ক্লিক করুন এখানে








  • মৌমাছির হুল,্লাল বা কাঠ পিপড়ের কামড়ে পাতা থেতলে রস লাগালে ব্যথা দ্রুত উপশম হয়।
  • নয়ন তারার ফুল সারা রাত রেখে স কালে  সিদ্ধ করে ছেেঁকে এর পানি ৭/৮ দিন সেবন ক রলে ক্রিমি থেকে মুক্তি মেলে।
  • রক্তে চিনি মাত্রা নিয়ন্ত্রণে এর ভূমিকা রয়েছে। ফ লে এটি ডায়বেটিস রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
  • বাত ব্যথা,রক্তচাপ নিয়ন্ত্রনে,মেধা বিকাশেও এর ভূমিকা রয়েছে

No comments:

Post a Comment