Thursday, 30 July 2020

পুদিনা রকমফের

আমাদের চারপাশে অনেক ধরনের মিন্ট বা পুদিনা দেখা যায়।এবং তাদের ব্যবহারও আলাদা।পুদিনার গাছ কিভাবে লাগাবেন জানতে ক্লিক করুন

পুদিনার ব্যবহার ও উপকারিতা জানতে ক্লিক করুন এখানে
কয়েকটি পুদিনার নাম এখানে তুলে ধরা হলো-



পেপার মিন্ট
   পেপারমিন্ট-  পেপারমিন্ট থেকে এক ধরনের তেল পাওয়া যায় এ তেলের নাম পিপারমেন্ট অয়েল। এ তেল বেশ     মূল্যবান।এ ধ রনের মিন্ট সাধারণত রান্নার কাজে ব্যবহার করা যায় না।






আপেল মিন্ট
   আপেল মিন্ট- সালাদ এবং শরবতে এ ধরনের মিন্ট ব্যবহার করা হয়।এদের ঘ্রাণ আপেলের মত।





স্পেয়ারমিন্ট

  স্পেয়ারমিন্ট- যদি আপনার জানালায়/বারান্দা/টবে পর্যাপ্ত পরিমাণে বছরে সবসময়ই সূর্যের আলো      পায় তাহলে এ ধরনের মিন্ট লাগাতে পারেন। এ ধ রনের মিন্ট সাধারণত রান্নার কাজে ব্যবহার ক রা      হয়





pineapple mint

     পাইনাপেল মিন্ট- এ ধরনের মিন্ট সবচেয়ে কম ছড়ায়,তাই যদি অন্যকোন গাছের পাশে লাগাতে           চান এটি লাগাতে পারেন।





লেমন মিন্ট

             লেমন মিন্ট- লেমোনেড বা আইসড টি তে এ ধরনের মিন্ট ব্যবহার করা হয়.







চকলেট মিন্ট

                চকলেট মিন্ট- এর ঘ্রাণ চকলেটে মতো হলেও স্বাদে অরেঞ্জ মিন্টের মত।

No comments:

Post a Comment